২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমএক্সক্লুসিভমানুষখেকো কোরোয়াই জাতির মানুষের মাংস খাওয়ার রহস্য

মানুষখেকো কোরোয়াই জাতির মানুষের মাংস খাওয়ার রহস্য

অবশেষে মানুষখেকো কোরোয়াই জাতির মানুষের মাংস খাওয়ার রহস্য জানা গেল। মানুষের বিচিত্র বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে। তেমনই একটি বিচিত্র আগ্রহ হলো ক্যানিবলিজমের সাক্ষী হওয়া। অর্থাৎ নিজের জাতির মাংস খাওয়া।

পশুপাখি ছাড়াও মানুষের মধ্যেও এমন জাতি রয়েছে যারা মানুষের মাংস ভক্ষণ করে। এটা তাদের রীতি হিসেবে প্রচলিত। তেমনই একটি জাতি হচ্ছে ইন্দোনেশিয়ার কোরোয়াই জাতি।

যমজ শিশু জন্মের রহস্য!

ইন্দোনেশিয়ার এই কোরোয়াই জাতি গভীর জঙ্গলে বাস করে। কোরোয়াই জাতি শিকার করে জীবিকা নির্বাহ করে।

সম্প্রতি মানুষখেকো এই কোরোয়াই জাতির নিকট থেকে ঘুরে এলেন ইউটিউবার ধীরজ মিনা।

মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখবেন যে সবজি

টাইমস অব ইন্ডিয়া জানায়, ধীরজ মিনা সেখানে গিয়ে তিনি কোরোয়াই জাতিগোষ্ঠীর মানুষের কাছে জানতে পারেন যে, তাদের বাবাদের আমলে মানুষের মাংস খাওয়ার প্রচলন ছিল। বর্তমানে সেই প্রচলন নেই।

তবে এই জাতি এমনি এমনি মানুষের মাংস খেত না। বাড়ির মেয়েদের কেউ অপহরণ করলে বা শত্রুগোষ্ঠীর সাথে তাদের লড়াই বাঁধলে শত্রুনিধন করে তার মাংস তারা ভক্ষণ করতেন।

আরও পড়ুন: বাড়তি ওজন কমাতে সতর্ক হোন রাতের খাবার গ্রহণে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments