১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে ধোঁয়াশা

গত ৫ আগস্ট কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটছে না।

গত দুই মাস ধরে ভারতে তার অবস্থান নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। আবার নতুন করে গুজব ছড়িয়েছে যে তিনি আরব আমিরাত চলে গেছেন।

এখনো ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনার প্রেতাত্মারা

তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন বলে জানা যাচ্ছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

বিবিসি বাংলা থেকে জানা যায় যে, ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। তবে দিল্লিতে তিনি কোথায় অবস্থান করছেন তা ভারত স্পষ্টভাবে জানায়নি।

ভারতে ইলিশ রপ্তানি অনুমোদন : দুর্গাপূজায় পাঠাবে ৩ হাজার টন

মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও উনার অবস্থানের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। ফলে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান ঠিক কোথায় সরকার সে বিষয়ে নিশ্চিত নয়।

তবে সোমবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জানান, উনার মা এখনো ভারতেই রয়েছেন।

আরও পড়ুন : মামলা থেকে অব্যাহতি পেলেন খসরু, রিজভী ও ফখরুল

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments