বহুব্যবহৃত ও বিগত সালগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা ৭০০ টি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান নিচে দেয়া হলো। আশা করি চাকরিপ্রার্থীদের উপকারে আসবে।
অশুদ্ধ শুদ্ধ
অংশীদারিত্ব অংশীদারত্ব
অকালপক্ক/ অকাল পক্ক অকালপক্ব
অকাল প্রয়াণ অকালপ্রয়াণ
অকাল প্রয়াত অকালপ্রয়াত
অকুতভয় অকুতোভয়
অকষ্মাৎ অকস্মাৎ (কিন্তু আকস্মিক )
অগনিত, অগন্য অগণিত, অগণ্য
অগ্র গণ্য অগ্রগণ্য
অগ্রহায়ন অগ্রহায়ণ
অগ্রিম অগ্রিম
অঘ্রাণ অঘ্রান
অংক অঙ্ক
অংকন অঙ্কন
অংকিত অঙ্কিত
অংকুর অঙ্কুর
অংগ অঙ্গ
অংগন অঙ্গন
অনু – পরমানু অণু – পরমাণু
অতিথী অতিথি
অতিষ্ট অতিষ্ঠ
অচিন্ত অচিন্ত্য
অচিন্ত্যনীয় অচিন্তনীয়
অঙ্গিভূত অঙ্গীভূত
অতিব অতীব
অত্যাধিক অত্যধিক
অত্যান্ত অত্যন্ত
অদ্ভূত/ অদ্ভুদ অদ্ভুত
অদ্যপি অদ্যাপি ( কিন্তু যদ্যপি )
অতিন্দ্রিয় / অতিন্দ্রীয় অতীন্দ্রিয়
অদ্যবধি অদ্যাবধি
অধঃস্তন অধস্তন
অধীক অধিক
অধীনস্ত অধীনস্থ
অধ্যাবসায় অধ্যবসায়
অধ্যায়ন অধ্যয়ন
অধ্যুষিত অধ্যূষিত
অনন্য সাধারণ অনন্যসাধারণ
অন্যোন্য পায় অনন্যোপায়
অন্ধ কূপ অন্ধকূপ
অন্তর্ভুত অন্তর্ভূত
ইংগিত ইঙ্গিত
ইচ্ছা মতো/ ইচ্ছে মত ইচ্ছামতো/ ইচ্ছেমত
ইতিপূর্বে ইতঃপূর্বে
ইতঃস্তত ইতঃস্ততঃ
ইতিমধ্যে ইতোমধ্যে
ইত্যকার ইত্যাকার
ইদানিং ইদানীং
আহুত আহূত ( আহূত সভা )
আস্তা আস্থা
আহূতি আহুতি
আষ্টে পৃষ্টে আষ্টেপৃষ্টে
আশ্বস্থ আশ্বস্ত
আশীষ আশিস
আশংকা আশঙ্কা
আলচ্য আলোচ্য
আলোচনা পূর্বক আলোচনা পূর্বক
আলিংগণ/আলিংগন আলিঙ্গন
আর্দ/আদ্র আর্দ্র
আরাম্ভ আরম্ভ
আয়ত্বাধীন / আয়ত্ত্বাধীন আয়ত্তাধীন
আয়ত্ত্ব / আয়ত্ব আয়ত্ত
আমুল আমূল
আমদানী আমদানি
অভ্যন্তরিক আভ্যন্তরিক ( কিন্তু অভ্যন্তরীণ )
আভাষ আভাস
আবিস্কার আবিষ্কার
আবির্বাব আবির্ভাব
আপাতঃমধুর আপাতমধুর
আপাত বিচারে আপাতবিচারে
আপাততঃ আপাতত
ইয়ত্বা/ইয়ত্ত্বা/ইয়াত্তা ইয়ত্তা
ইষ্ঠ ইষ্ট
উত্তরসুরী উত্তরসূরি
উত্তলন উত্তোলন
উত্যক্ত উত্ত্যক্ত (কিন্তু ত্যক্ত)
উথ্যান উত্থান
উদীচি উদীচী
উদ্বিঘ্ন উদ্বিগ্ন
উদ্বোদন উদ্বোধন
উদ্ভিজ উদ্ভিজ্জ
উদ্ভুত উদ্ভূত
উদ্দান উদ্যান
উদ্দ্যোগ উদ্যোগ
ঊনিশ উনিশ (কিন্তু ঊনবিংশ)
উপকুল উপকূল
উপরোক্ত উপরিউক্ত/ উপর্যুক্ত
উপলক্ষ্য উপলক্ষ
উপচার্য উপাচার্য
উপাধী উপাধি
উভয়চর উভচর
ঊর্বর উর্বর
উল্লেখিত/ উপরোল্লেখিত উল্লিখিত
উন ঊন
উনবিংশ ঊনবিংশ
উরু ঊরু
উর্ধ/ ঊর্ধ/ উর্দ্ধ/ ঊর্দ্ধ/ উর্ধ্ব ঊর্ধ্ব
উর্মি ঊর্মি
উষর ঊষর
উহ্য ঊহ্য
ঋণ খেলাপী ঋণখেলাপী
ঋণ গ্রহিতা ঋণগ্রহিতা
অত্র অফিসে এই অফিসে
একনিষ্ট একনিষ্ঠ
এক প্রকার একপ্রকার
এক নামে একনামে
ঐক্যতা একতা , ঐক্য
এক ঘেয়ে একঘেয়ে
এতদসংক্রান্ত এতৎসংক্রান্ত
এতদসত্ত্বেও এতৎসত্ত্বেও
চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বহুব্যবহৃত ও বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান গুলো থেকে আশা করি কমন পড়বে।
এককথায় প্রকাশ ২য় পর্বের লিঙ্ক : এককথায় প্রকাশ : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি ( ২য় পর্ব )
আরও পড়ুন: বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ