১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়বেতনের পুরো টাকা দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বেতনের পুরো টাকা দিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন।

সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তার নিজের ফেসবুক পোস্টে প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রথম মাসের বেতন জমা দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন আসিফ মাহমুদ।

গতকাল রবিবার( ৬ অক্টোবার ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ জানান, “আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।”

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।

তিনি আরো বলেন, “দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।”

আরো পড়ুন :

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments