৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশইসরাইলের স্থল অভিযান শুরু হিজবুল্লাহ’র বিরুদ্ধে

ইসরাইলের স্থল অভিযান শুরু হিজবুল্লাহ’র বিরুদ্ধে

লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরাইলের স্থল অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী  থেকে এ কথা জানা যায়।

লেবানন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দেশটির সীমান্তে শত্রু সৈন্যদের লক্ষ্যবস্ত করার ঘোষণার পর ইসরাইল সুনির্দিষ্ট এই স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা থেকে জানা যায়, দক্ষিণ বৈরুতে ইসরাইল অন্তত ছয়দফা হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রাজধানী দামেস্কের আশেপাশেও ভয়াবহ হামলা চালানো হয়েছে।

সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ’র বিরুদ্ধে ইসরাইলের এই স্থল অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলার সমর্থনে স্থল অভিযানও শুরু হয়েছে।

এর আগে ইসরাইলের রাজনৈতিক নেতারা এ অভিযানের অনুমিত দেয়। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াই নতুন মাত্রা পেয়েছে।

সমকামিতার প্রমোটকারীদের বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অপরদিকে হিজবুল্লাহ গোষ্ঠী  জানায়, ইসরাইলের স্থল হামলা মোকাবেলা করতে তারা প্রস্তুত আছে।

এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক এলাকায় তিনদফা হামলা প্রতিহত করেছে।তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইলি বাহিনী লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায়। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে ইসরাইল বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।

মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

ইসরাইলি হামলায় লেবাননে ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর সাথে তেলআবিরের পুরনো বিরোধ তীব্র রূপ নেয়।

হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরাইল লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। ইসরাইলও এসব হামলার পাল্টা হামলা চালিয়ে আসছিল।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন : সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon