সব শঙ্কা উড়িয়ে আগামী মাসে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে প্রোটিয়ারা আগামী ১৬ অক্টোবর ঢাকা আসবে। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। এরপর চট্টগ্রামে ২৯ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং পটপরিবর্তনের পর সিরিজটি নিয়ে জেগেছিল শঙ্কা। সিরিজটি চূড়ান্ত করার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। দেশটির এসএসিএ এর পরামর্শও তারা নিয়েছিল।
বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণের সময় ড্রেসিংরুম, মাঠ, ইনডোর অনুশীলনের সুযোগ-সুবিধা ঘুরে দেখেছেন দেশটির প্রতিনিধিরা। বাংলাদেশ আর্মির নিরাপত্তা মহড়াও পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রতিনিধিরা।
অবশেষে সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা। সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
আরও পড়ুন : চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের উপর পুলিশের অ্যাকশন