২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের উপর পুলিশের অ্যাকশন

চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের উপর পুলিশের অ্যাকশন

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের অবস্থান

সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী ৩৫ প্রত্যাশীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের অ্যাকশন, টিয়ারশেল নিক্ষেপ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।

দেশের বিভিন্ন স্থান থেকে ৩৫ প্রত্যাশীদের এই সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

ভারতে ইলিশ রপ্তানি অনুমোদন : দুর্গাপূজায় পাঠাবে ৩ হাজার টন

৩৫ প্রত্যাশীদের দাবি, চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারী না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

যেকোন অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা : নেই সাকিব, ফিরেছেন মিরাজ

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments