২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশনাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখালেন বিশ্ব নেতারা

নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখালেন বিশ্ব নেতারা

বৈরুতে ইসরায়েলের শক্তিশালী বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় মিশ্র  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরাল্লাহর হত্যাকে ন্যায়বিচারের একটি পরিমাপক হিসেবে বর্ণনা করেছেন। তিনি হাজার হাজার আমেরিকান, ইসরায়েলি এবং লেবানিজসহ হিজবুল্লাহ কর্তৃক আক্রান্ত সকলের জন্য ন্যায্যতা হিসেবে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে।

তবে লেবাননে ইসরায়েলি স্থল অনুপ্রবেশ অনিবার্য কিনা জানতে চাইলে বাইডেন শনিবার সাংবাদিকদের বলেন, “এখন যুদ্ধবিরতির সময় হয়েছে।”

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে জড়িয়ে পড়ার উসকানি দিতেই ইসরায়েল এই আততায়ী হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নসরাল্লাহকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে বলেন, যার হাতে আমেরিকান রক্ত লেগেছে এবং ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস ও হুথিদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সর্বদা সমর্থন করবেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই হত্যাকাণ্ডকে সমগ্র লেবাননের জন্য অস্থিতিশীলতার হুমকি হিসেবে দেখছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাসরুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসাবে বর্ণনা করে বলেন, এই সংঘঠনটি নিরপরাধ বেসামরিকদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে, যা সমগ্র অঞ্চল জুড়ে ব্যাপক দুর্ভোগের কারণ হিসেবে দেখা দিয়েছে।

সমকামিতার প্রমোটকারীদের বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

তিনি আরো বলেন, সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আমরা এই সংকটময় সময়ে শান্ত ও সংযমের আহ্বান জানাই।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, ‘গত ২৪ ঘণ্টায় বৈরুতে নাটকীয়ভাবে ঘঠে যাওয়া ঘটনা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

ফিলিস্তিনি সংঘঠন হামাস বিবৃতিতে এই বর্বর হত্যাকাণ্ডের ব্যাপারে তীব্র নিন্দা ব্যক্ত করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান লেবাননে ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জাতিসংঘের বক্তৃতায় একটি সম্ভাব্য যুদ্ধ এড়াতে সকল পক্ষকে প্রজ্ঞা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

এছাড়াও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাসরুল্লাহার মৃত্যুতে লেবাননের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, তারা হামলার বিষয়টিকে ন্যায্যতা দিতে চায়। অথচ তাকে হত্যার জন্য জনবসতিতে হামলা চালিয়েছে এবং শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে। যা অপরাধ হিসেবেই গণ্য।

আরও পড়ুন: আজ বিশ্ব হার্ট দিবস

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments