৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাবাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা : নেই সাকিব, ফিরেছেন মিরাজ

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা : নেই সাকিব, ফিরেছেন মিরাজ

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নেই সাকিব আল হাসান। অন্যদিকে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়াও পারভেজ হোসেন ইমন ও স্পিনার রাকিবুল হাসান দলে ডাক পেয়েছেন।

কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেজন্যই বাংলাদেশের দল ঘোষণায় সাকিবের না থাকা এবং মিরাজের ফেরাটা অনেকটা অনুমিতই ছিল।

সাকিবের অবসর ঘোষণা : খেলবেন না টেস্ট ও টি-টোয়েন্টি

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

আরও পড়ুন : নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখালেন বিশ্ব নেতারা

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon