২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশহিজবুল্লাহ প্রধান অক্ষত আছেন

হিজবুল্লাহ প্রধান অক্ষত আছেন

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান অক্ষত আছেন এবং ভালো আছেন। লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। হামলার পর ধারণা করা হচ্ছিলো, নাসরুল্লাহ আহত কিংবা নিহত হয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বেঁচে আছেন এবং ভালো আছেন। হিজবুল্লাহর আরেকটি সূত্র এএফপিকে জানায়, নাসরুল্লাহ ভালো আছেন।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কারা?

শুক্রবার ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালায়। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল হ্যাগারির দাবি।

বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

সরকারি টাকায় হজ করা বিলাসিতা বললেন শায়খ আহমাদুল্লাহ

ঐ সময় তিনি জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। নেতানিয়াহুর এই ভাষণের এক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানী ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে।

শুক্রবারের এই হামলায় হাসান নাসরুল্লাহ বেঁচে আছেন। তবে ধারণা করা হচ্ছে অনেক মানুষ নিহত এবং আহত হয়েছে।

যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে। দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে। ধারণা করা হচ্ছে, সেখানে আরো অনেক মানুষ আটকে আছে।

আরও পড়ুন:

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী শপথ নিলেন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কারা?

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments