১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়আইজিপি দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি নিয়ে যা জানালেন

আইজিপি দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি নিয়ে যা জানালেন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি বিষয়ে এ কথা বলেন।

হোয়াইট হাউস যা বললো ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে

দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি বিষয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

পূজার সময় কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ময়নুল ইসলাম।

এখনো ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনার প্রেতাত্মারা

তিনি বলেন, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তিনি জানান স্টেক হোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: বিএসইসি ৫০ লাখ টাকা জরিমানা করেছে সাকিব আল হাসানকে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon