৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমরাজনীতিসমকামিতার প্রমোটকারীদের বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

সমকামিতার প্রমোটকারীদের বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

সমকামিতার প্রমোটকারীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করে।

সরকারি টাকায় হজ করা বিলাসিতা বললেন শায়খ আহমাদুল্লাহ

মামুনুল হক সমকামিতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সমকামিতার প্রমোটকারীদের সরকারের শিক্ষা কমিশন থেকে অবশ্যই বাদ দিতে হবে।

“শিক্ষা কমিশনে ইসলামি শিক্ষাবিদ ও আলেম-ওলামাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। এটা কোন অনুরোধ নয়, এটা আমাদের অধিকারের কথা।”

“আজ জেলা শহর থেকে বলা হচ্ছে, এরপরে ঢাকা থেকে বলবো। তারপর শাপলা চত্বর যাবো। এরপরও যদি আমাদের কথায় কর্ণপাত করা না হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনোকিছুই ছাড়বো না।”

বিগত সরকারের আমলে যে সকল আইন পাস করা হয়েছে, সেগুলোর কোরআন বিরোধী ধারাসমূহ সংশোধনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

নতুন করে ইসলামবিরোধী, কোরআন ও সুন্নাহবিরোধী কোনও ধারা কোন আইনে যুক্ত করার চেষ্টা করা হলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মামুনুল হক ।

সাকিবের অবসর ঘোষণা : খেলবেন না টেস্ট ও টি-টোয়েন্টি

সমকামিতার প্রমোটকারীদের পাশাপাশি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুধু আধিপত্য প্রতিষ্ঠা এবং বাংলাদেশের উন্নয়ন ঠেকানোর জন্য বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।”

“আমরা অনেকের দিকে যেমন বন্ধুত্বের জন্য হাত বাড়াতে পারি, কিন্তু যদি কেউ আমাদের দিকে প্রভুত্বের দৃষ্টি দেয় তাহলে আমরা তার সেই চোখ উপড়ে ফেলতেও প্রস্তুত আছি।”

“বাংলাদেশকে তাদের করতলগত রাখার জন্য পাশের দেশের দাদাবাবুরা এদেশের মানুষের ভোটের অধিকার ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল।”

“তারা বিগত তিনটি জাতীয় নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাদের একতরফা প্রশ্রয়ে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা এদেশের মানুষের অভিপ্রায়, চাওয়া কী, জানতে চেষ্টা করেনি। দেশের মানুষ তাদের মতামত দেয়ার সুযোগ পায়নি।”

সমকামিতার প্রমোটকারীদের পাশাপাশি তিনি ভারতের বিরুদ্ধে বিষোদগার ও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শুধু ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের মানুষের অধিকার, চাওয়া-পাওয়া, ভোটের অধিকারকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পায়ে পিষ্ট করেছে। তারা বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে চেয়েছিল।”

মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

এই গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খান। গণসমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় আলেম-ওলামারা।

আরও পড়ুন: আইজিপি দুর্গাপূজায় পুলিশের প্রস্তুতি নিয়ে যা জানালেন

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon