৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়বিএসইসি ৫০ লাখ টাকা জরিমানা করেছে সাকিব আল হাসানকে

বিএসইসি ৫০ লাখ টাকা জরিমানা করেছে সাকিব আল হাসানকে

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিএসইসি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে এই জরিমানা করা হয়।

একই অভিযোগে সাকিব আল হাসান ছাড়াও  মো. আবুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, এবং মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও আবুল কালাম মাতবরকে ১০ লাখ এবং লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মো. জাহেদ কামালকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএসইসি জানিয়েছে, তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে।

আরও পড়ুন: এআই মাধ্যমে তৈরি নাকি আসল ছবি , চিনবেন যেভাবে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon