২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনমিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এ বিজয়ী রিয়াহ সিংহা

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এ বিজয়ী রিয়াহ সিংহা

এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হলেন রিয়াহ সিংহা। এবার তিনি ভারতকে গ্লোবাল মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।

বিজয়ের আনন্দে মিস ইউনিভার্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। যেখানে রিয়াহ সিংহার জয়ের মুহূর্তকে ব্যাকগ্রাউন্ডে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের জনপ্রিয় মাই ইউনিভার্স গান দিয়ে সাজানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের

প্রতিবেদনটিতে বলা হয়, কোল্ডপ্লে বর্তমানে ভারতের ইন্টারনেট ট্রেন্ডে অন্যতম শীর্ষে, কারণ তাদের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির প্রক্রিয়া রবিবার থেকে শুরু হয়েছে।

রিয়াহ সিংহা সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ শিরোপা জিতেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই স্তরে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং নিজেকে এই মুকুটের জন্য যোগ্য মনে করতে পেরে গর্বিত। আমি পূর্ববর্তী বিজেতাদের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।

কোল্ডপ্লের আসন্ন কনসার্টগুলো ১৮ এবং ১৯ জানুয়ারি নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একটি অতিরিক্ত শোয়ের ঘোষণা করা হয়েছে ২১ জানুয়ারি।

শুধু কোল্ডপ্লের ভক্তরাই নয়, পুরো ভারতবাসী রিয়াহ সিংহার এই জয়ের মুহূর্তটি উদযাপন করছে।

আরও পড়ুন: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের মশলা রেসিপি

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments