৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরতে আর কোন বাধা রইলো না

সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরতে আর কোন বাধা রইলো না

সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরতে আর কোন বাধা রইলো না। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ।

ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা। সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেয়া হয়েছে। অর্থাৎ নারী সেনারা চাইলে এখন থেকে হিজাব পড়তে পারবেন।

গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সেনা সদস্যদের ইউনফর্মের সাথে হিজাব পড়ার অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ইউনিফর্মের সাথে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে বলা হয়েছে যে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সাথে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।

এছাড়াও ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সাথে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এ বিজয়ী রিয়াহ সিংহা

এআই মাধ্যমে তৈরি নাকি আসল ছবি , চিনবেন যেভাবে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon