২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাবাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকের

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকের

তামিম ইকবালকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

চেন্নাইয়ে চলমান ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান সংগ্রহ করেন। তার আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।

ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের রান ছিল ৪৬৩ ম্যাচে ১৫,১৮৪। ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম।

টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ৮ রানে আউট হয়ে তামিমকে স্পর্শ করেন মুশফিক। আজ দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে তামিমকে টপকে যান তিনি। এই ইনিংসে ১টি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মুশফিক। ফলে তিন ফরম্যাট মিলিয়ে মুশির রান এখন ৪৬৪ ম্যাচে ১৫,২০৫। ক্যারিয়ারে ৯১ টেস্টে ৫৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৪৪৬ ম্যাচে ১৪,৭০১ রান করেছেন তিনি। ৪২০ ম্যাচে ১০,৬৯৪ রান নিয়ে চতুর্থস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১০ হাজার রান করেছেন মুশফিক, তামিম, সাকিব ও মাহমুদুল্লাহ।

১০ হাজারের নীচে সবার উপরে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এখন পর্যন্ত ২২৪ ম্যাচে ৭১৮৩ রান করেছেন তিনি।

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুত সম্পন্ন করা হবে : নাহিদ ইসলাম

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments