২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যক্যারিয়ারএককথায় প্রকাশ : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি ( ২য় পর্ব )

এককথায় প্রকাশ : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি ( ২য় পর্ব )

বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা ১২৪টি এককথায় প্রকাশ নিচে দেয়া হলো। আশা করি চাকরিপ্রার্থীদের উপকারে আসবে।

সমুদ্রের ঢেউয়ের শব্দ – কল্লোল

সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ – অয়নাংশ

সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত – সাবন

সূর্যোদয়ের অব্যহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল – ব্রাহ্মমুহূর্ত

সৃষ্টি করার ইচ্ছা – সিসৃক্ষা

সৈনিক দলের বিশ্রাম শিবির – স্কন্দাবার

স্বপ্নে শিশুর স্বগত হাসি-কান্না – দেয়ালা

স্বমত ( নিজের মত ) অন্যের উপর চালিয়ে দেয় যে – স্বৈরাচারী

স্বাদ গ্রহণ করা হয়েছে এমন – স্বাদিত

স্বামীর চিতায় পুড়ে মরা – সহমরণ

স্বার্থের জন্য অন্যায় অর্থ (ঘুষ) প্রদান – উপদা

হাতির পিঠে আরোহী বসার স্থান – হাওদা

হাতের কবজি – মণিবন্ধ

হাতের কবজি থকে আঙুলের ডগা পর্যন্ত – পাণি

হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ – প্রকোষ্ঠ

হাতের চতুর্থ আঙুল – অনামিকা

হাতের তৃতীয় আঙুল – মধ্যমা

হাতের তালু – করতল

হাতের দ্বিতীয় আঙুল – তর্জনী

হাতের পঞ্চম আঙুল – কনিষ্ঠা

নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি

নারদের ঢেঁকি – বিবাদের বিষয়

যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে – হাতুড়ে

নদীমাতা যার – নদীমাতৃক

নদী মেখলা যে দেশের – নদীমেখলা

যা আঘাত পায়নি – অনাহত

নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে – নাবিক

যিনি ভালো ব্যাকরণ রচনা করেন / যিনি ব্যাকরণ রচনা করেন – ব্যাকরণবিদ

যিনি ভালো ব্যাকরণ জানেন / যিনি ব্যাকরণে অভিজ্ঞ / যিনি ব্যাকরণে পণ্ডিত – বৈয়াকরণ

অভ্র ( মেঘ ) লেহন / স্পর্শ করে যা – অভ্রংলিহ

আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন বিভ্রান্তিকর – হিংটিংচট

মৃত্তিকার দ্বারা নির্মিত – মৃন্ময়

যা আগুনে পোড়ে না – অগ্নিসহ

যা আঘাত পায়নি – অনাহত

যা আহুত ( ডাকা ) হয়নি – অনাহুত

ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল – বিসর্পী

গমন করতে পারে যে – জঙ্গম

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদগমন

মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া – প্রত্যুৎগমন

মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া – অনুব্রজন

যা জল দেয় – জলদ ( মেঘ )

যা ধারণ বা পোষণ করে – ধর্ম

যা নিজের দ্বারা অর্জিত – স্বোপার্জিত

যা বহন করা হচ্ছে – নীয়মান

যা বিক্রয় করার যোগ্য – বিক্রেয়

যা মাটি ভেদ করে উঠে – উদ্ভিদ

যা সহজে মুছে ফেলা যায় না – দুর্মোচ্য

যা শল্য-ব্যথা দূরীকৃত করে – বিশল্যকরণী

যার অর্থ নেই – অর্থহীন

যার ঈহা ( চেষ্টা ) নেই – নিরীহ

যার আগমনের কোনো তিথি নেই – অতিথি

যে গাঁজা দ্বারা নেশা করে – গেঁজেল

যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না – গবোশা

যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালোবাসে – বারমুখো

যে জমিতে দুবার ফসল হয় – দো-ফসলি

যে জমিতে ফসল জন্মায় না – ঊষর

আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত / আদ্যোপান্ত

পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক

যার পুত্র নেই – অপুত্রক

অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান – পিজরাপোল

যেখানে মৃতজন্তু ফেলা হয় – ভাগাড় / উপশল্য

মাছিও প্রবেশ করে না যেখানে – নির্মক্ষিক

তৃণাচ্ছাদিত ভূমি – শাল

অকালে পক্ক হয়েছে যা – অকালপক্ব

অকালে উৎপন্ন কুমড়া – অকালকুষ্মাণ্ড

বিদেশে থাকে যে – প্রবাসী

যে বাস্তু থেকে উৎখাত হয়েছে – উদ্বাস্তু

যে অন্যের অধীনে নয় –  স্বাধীন

যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ

যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী

তল স্পর্শ করা যায় না যার – অতলস্পর্শী

যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় – ব্যয়বহুল

যার আকার কুৎসিত – কদাকার

যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা

অক্ষিপত্রের ( চোখের পাতা ) লোম – অক্ষিপক্ষ্ম

অধর-প্রান্তরের হাসি – বক্রোষ্ঠিকামর

অন্তরে জল আছে এমন যে ( নদী ) – অন্তঃসলিলা

অন্তর যা ঈক্ষণ ( দেখার যোগ্য ) – অন্তরীক্ষ

অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য – জলপান

অন্যের অপেক্ষা করতে হয় না যাকে – অনপেক্ষ

অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি – উন্নাসিক

চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বিগত সালগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ গুলো থেকে আশা করি কমন পড়বে।

প্রথম পর্বের লিঙ্ক : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments