৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশবালুভর্তি ট্রাকের ভিতর থেকে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় চিনি

বালুভর্তি ট্রাকের ভিতর থেকে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় চিনি

সিলেটে বালুভর্তি ট্রাকের ভিতর থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৮ সেপ্টেম্বর ২টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে শাহপরান থানাধীন সুরমা বাইপাস এলাকা থেকে বালুভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সুরমা বাইপাস এলাকায় বালুভর্তি একটি ট্রাকের ভিতর তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকার ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার দুপুরে ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপি টহল দল এই চিনি জব্দ করে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এ খবর টি।

শরিফুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দল ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। বিজিবির সিগন্যাল উপেক্ষা করে ট্রাকটি চলে যেতে চাইলে টহল দল ধাওয়া করে। এতে সুরমা-বাইপাস সড়কে ট্রাকটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। পরে বালুভর্তি ঐ ট্রাকের ভিতর তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ হতে লুকানো ভারতীয় চিনি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, ঐ ট্রাকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চিনি ছিল। চিনিগুলো শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

অন্য বিষয় পড়ুন:

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ

এককথায় প্রকাশ : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি ( ২য় পর্ব )

বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ

গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon