বিগত সালগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা ১২৪টি এককথায় প্রকাশ নিচে দেয়া হলো। আশা করি চাকরিপ্রার্থীদের উপকারে আসবে। ( প্রথম পর্ব )
১। সকলের জন্য প্রযোজ্য -সর্বজনীন
২। সকলের জন্য অনুষ্ঠিত – সর্বজনীন
৩। সকলের জন্য কল্যাণকর – সর্বজনীন
৪। বিশ্বজনের জন্য হিতকর – বিশ্বজনীন
৫। সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ – সার্বজনীন
৬। নষ্ট হওয়াই স্বভাব যার – নশ্বর
৭। যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
৮। যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৯। যা পাঠ করা হয়েছে – পঠিত
১০। যে বিদ্যা লাভ করেছে – কৃতবিদ্য [কৃতবিদ্যা নয় কিন্তু]
১১। আকাশ ও পৃথিবী – ক্রন্দসী
১২। স্বর্গ ও মর্ত্য – ক্রন্দসী
১৩। আকাশ ও পৃথিবীর অন্তরাল – ক্রন্দসী
১৪। পৃথিবী ও স্বর্গ – রোদসী
১৫। ঘরের অভাব – হা-ঘর
১৬। ভিক্ষার অভাব – দুর্ভিক্ষ
১৭। অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন – দুর্ভিক্ষ
১৮। যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় – মাধুকরী/ মধুকরী
১৯। আয়ুর পক্ষ্যে হিতকর – আয়ুষ্য
২০। আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা – বরাভয়
২১। একঘর থেকে শুরু করে ক্রমাগত – একাদিক্রমে
২২। উদক পানের ইচ্ছা – উদন্যা
২৩। উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান – উপজ্ঞা
২৪। ঈষৎ আমিষ গন্ধ যার – আঁষটে
২৫। ঈষৎ উষ্ণ – কবোষ্ণ
২৬। ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় – ঋণার্ণ
২৭। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
২৮।এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা – অধ্যাস
২৯। কাচের তৈরি বাড়ি – শিশমহল
৩০। গদ্যপদ্যময় কাব্য – চম্পুকাব্য
৩১। চালচলনের উৎকর্ষ –
৩২। চিত্রকর্মের কাঠামো – নকশা
৩৩। চোখে লজ্জা নেই যার – চশমখোর
৩৪। দুইয়ের মধ্যে একটি – অন্যতর
৩৫। দেখে চোখের আশা মেটে না যাকে – অতৃপ্তদৃশ্য
৩৬। দ্বারে থাকে যে – দৌবারিক
৩৭। ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন – পরিব্রাজন
৩৮। ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমন – প্রব্রজ্যা
৩৯। নীল বর্ণ পদ্ম – ইন্দির
৪০। পদ্মের উঁটা বা নাল – মৃণাল
৪১। পা ধোয়ার জল – পাদ্য
৪২। পিতৃগৃহবাসিনী – চিরণ্টী
৪৩। ফুল হতে জাত – ফুলেল
৪৪। ফেলে দেওয়ার যোগ্য – ফেনায়ক
৪৫। বন্দুক বা তীর ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য – চাঁদমারি
৪৬। বিনা অপরাধে সংঘঠিত হত্যা – গণহত্যা
৪৭। মায়া { ছল } জানে না যে – অমায়িক
৪৮। যে তীর নিক্ষেপে পটু – তীরন্দাজ
৪৯। যে মেঘে প্রচুর বৃষ্টি হয় – সংবর্ত
৫০। যে সমাজের [ বর্ণের ] অন্তদেশে জন্মে – অন্ত্যজ
৫১। যে আলোতে কুমুদ ফুটে – কৌমুদী
৫২। যে সর্বত্র গমন করে – সর্বগ
৫৩। যে সুপথ কুপথে যায় – উন্মার্গগামী
৫৪। যে শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে – আটাসে
৫৫। রক্ত বর্ণ পদ্ম – কোকনদ
৫৬। রাহ বা রাস্তায় ডাকাতি – রাহাজানি
৫৭। রোদে শুকানো আম – আমশি
৫৮। রেশম দিয়ে নির্মিত – রেশমী
৫৯। লবণ কম দেওয়া হয়েছে এমন – আলুনি
৬০। সদ্য দোহনকৃত উষ্ণ দুধ – ধাররাষ্ণ
৬১। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত – আসমুদ্রহিমাচল
৬২। সমুদ্রের ঢেউ – ঊর্মি
চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বিগত সালগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ এ এককথায় প্রকাশগুলো থেকে আশা করি কমন পড়বে।
২য় পর্বের লিঙ্ক : এককথায় প্রকাশ : বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১২৪টি ( ২য় পর্ব )
আরও পড়ুন: বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ