বিগত সালগুলোতে বিভিন্ন পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে বারবার আসা গুরত্বপূর্ণ প্রশ্নগুলো নিচে দেয়া হলো। আশা করি চাকরিপ্রার্থীদের উপকারে আসবে।
কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরত্বপূর্ণ প্রশ্ন:
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে?
- বিভক্তি
- কারক
- প্রত্যয়
উত্তর: কারক
দ্বারা , দিয়া , কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
- তৃতীয়া বিভক্তি
- প্রথমা বিভক্তি
- দ্বিতীয়া বিভক্তি
উত্তর: তৃতীয়া বিভক্তি
কোনটি অপাদান কারক?
- গৃহহীনে গৃহ দাও
- ট্রেন স্টেশন ছেড়েছে
- বনে বাগ আছে
উত্তর: ট্রেন স্টেশন ছেড়েছে
সর্বাঙ্গে ব্যথা , ঔষধ দিব কোথা। এখানে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে শূন্য
- সম্প্রদানে সপ্তমি
- অধিকরণে শূন্য
উত্তর: কর্মকারকে শূন্য
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস- এই বাক্যে “আকাশে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে সপ্তমী
- অধিকরণ কারকে সপ্তমী
- কর্তৃকারকে সপ্তমী
উত্তর: অধিকরণ কারকে সপ্তমী
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
- ঘোড়াকে চাবুক মার
- ডাক্তার ডাক
- মুষলধারে বৃষ্টি হচ্ছে
উত্তর: ঘোড়াকে চাবুক মার
তিলে তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণ কারকে সপ্তমী
- করণকারকে সপ্তমী
- অপাদান কারকে ৭মী
উত্তর: অপাদান কারকে ৭মী
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে সপ্তমী
- অধিকরণে সপ্তমি
- অপাদানে সপ্তমী
উত্তর: অধিকরণে সপ্তমি
টাকায় টাকা আনে- এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে সপ্তমী
- কর্তৃকারকে ৭মী
- করণে সপ্তমী
উত্তর: কর্তৃকারকে ৭মী
নৌকায় নদী পার হলাম- নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ৭মী
- করণে ৭মী
- অধিকরণে ৭মী
উত্তর: করণে ৭মী
আজকে নগদ কালকে ধার- এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ২য়া
- কর্মে ৭মী
- করণে ৭মী
উত্তর: অধিকরণে ২য়া
ইট পাথরের দালান- এখানে ইট পাথরে কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৭মী
- করণে ৬ষ্ঠ
- করণে ৬ষ্ঠী
উত্তর: করণে ৬ষ্ঠী
আকাশে চাদঁ উঠেছে – এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
- কর্মে শূন্য
- করণে ৬ষ্ঠী
উত্তর: অধিকরণে ৭মী
সব ঝিনুকে মুক্তা মিলে না- এখানে ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
- অধিকরণে ৭মী
- কর্মে ২য়া
উত্তর: অপাদানে ৭মী
বাড়ি থেকে নদী দেখা যায়- বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৫মী
- অধিকরণে ২য়া
- অধিকরণে শূন্য
উত্তর: অধিকরণে ৫মী
ডাক্তার ডাক- ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে শূন্য
- অপাদানে ৩য়া
- কর্মকারকে ৭মী
উত্তর: কর্মকারকে শূন্য
দেশের জন্য সেবা কর- দেশের কোন কারকে কোন বিভক্তি?
- সম্প্রদানে ৬ষ্ঠী
- কর্মে ২য়া
- করণে ৩য়া
উত্তর: সম্প্রদানে ৬ষ্ঠী
বুলবুলিতে ধান খেয়েছে- এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
- অধিকরণে ৭মী
- কর্তৃকারকে ৭মী
উত্তর: কর্তৃকারকে ৭মী
বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
- অব্যয় পদের
- নাম পদের
- বিশেষণ পদের
উত্তর: নাম পদের
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
- তিলে তৈল আছে
- দুধ থেকে ঘি হয়
- তিল থেকে তেল হয়
উত্তর: তিলে ত
তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না- এখানে নখের কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৬ষ্ঠী
- করণে ৫মী
- কর্মে ৫মী
উত্তর: করণে ৬ষ্ঠী
কলসটি কানায় কানায় পূর্ণ- এটি কোন কারকে কোন বিভক্তি?
- ভাবাধিকরণে ৭মী
- অপাদানে ৫মী
- কালাধিকরণে ৭মী
উত্তর: ভাবাধিকরণে ৭মী
গুনহীনে ত্যাগ কর- এখানে গুনহীনে কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ৭মী
- অধিকরণে ৭মী
- অপাদানে ৭মী
উত্তর: কর্মে ৭মী
এমন ছেলে আর দেখিনি- ছেলে কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে শূন্য
- কর্মে শূন্য
- করণে শূন্য
উত্তর: কর্মে শূন্য
বজ্রে তোমার বাঁশি বাজে? এটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় শূন্য
- অপাদানে ৭মী
- করণে ১মা
উত্তর: অপাদানে ৭মী
কান্নায় শোক কমে- বাক্যে কান্নায় কোন কারকে কোন বিভক্তি?
- করণ কারক
- কর্ম কারক
- অধিকরণ কারক
উত্তর: অধিকরণ কারক
তিনি ব্যাকরণে পন্ডিত- ব্যাকরণ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
- করণে ৭মী
- কর্মে ৭মী
উত্তর: অধিকরণে ৭মী
জগতে কীর্তিমান হও সাধনায়- এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৭মী
- কর্মে ২য়া
- অপাদানে শূন্য
উত্তর: করণে ৭মী
কালির দাগ দাও- এখানে কালির কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৬ষ্ঠী
- কর্মে ২য়া
- অপাদানে শূন্য
উত্তর: করণে ৬ষ্ঠী
বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
- অব্যয় পদের
- নাম পদের
- বিশেষণ পদের
উত্তর: নাম পদের
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
- তিলে তৈল আছে
- দুধ থেকে ঘি হয়
- তিল থেকে তেল হয়
উত্তর: তিলে তৈল আছে
বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে?
- কারক
- বিভক্তি
- সমাস
উত্তর: বিভক্তি
কোনটি করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ?
- টাকায় কিনা হয়
- বালকেরা ফুটবল খেলে
- তাস খেলা ভালো নয়
উত্তর: টাকায় কি না হয়
আমাকে যেতে হবে- এই বাক্যে আমাকে কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে দ্বিতীয়া
- করণে দ্বিতীয়া
- অপাদানে দ্বিতীয়া
উত্তর: কর্মে ২য়া
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি?
- কর্ম কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
উত্তর: অপাদান কারক
মাঠে ধান ফলছে- মাঠে কোন কারকে কোন বিভক্তি?
- কালাধিকরণ
- স্থানাধিকরণ
- ভাবাধিকরণ
উত্তর: স্থানাধিকরণ
কারক শব্দটির অর্থ কি?
- যা ক্রিয়া সম্পাদন করে
- যা পদকে সম্পাদন করে
- যা সমাস সম্পাদন করে
উত্তর: যা ক্রিয়া সম্পাদন করে
সকলকে মরতে হবে- এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে দ্বিতীয়া
- অধিকরণে দ্বিতীয়া
- অপাদানে দ্বিতীয়া
উত্তর: কর্মকারকে ২য়া
কান্নায় শোক কমে- এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণ কারক
- অপাদান কারক
- করণ কারক
উত্তর: অধিকরণ কারক
পলাতক দাসে দাও স্বাধীনতা- এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৭মী
- কর্মে ৭মী
- সম্প্রদানে ৭মী
উত্তর: সম্প্রদানে ৭মী
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে?
- করণ কারক
- কর্ম কারক
- অধিকরণ কারক
উত্তর: করণ কারক
চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বিগত সালগুলোতে কারক ও বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এই প্রশ্নগুলো থেকে আশা করি কমন পড়বে।
আরও পড়ুন: বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ