ডিএনসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আজ বৃহস্পতিবার সকালে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৭টা ৮ মিনিটে ওই ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে ২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বাড়তি ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ