থিসিস জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এর ওষুধ প্রযুক্তি বিভাগের একজন শিক্ষকের পিএইচডি ডিগ্রী বাতিল করা হয়েছে। একইসঙ্গে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপকে পদাবনতি করা হয়েছে। ওষুধ প্রযুক্তি বিভাগের ঐ শিক্ষকের নাম আবুল কালাম লুৎফুল কবীর।
৩০ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, থিসিস জালিয়াতি করে ডিগ্রী নেওয়ায় লুৎফুল কবিরের পিএইচডি ডিগ্রী বাতিল করার সিদ্ধান্ত অনুমোদন করে সিন্ডিকেট।
আরও পড়ুন: বড় হার নিয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের