এশিয়া কাপের ১৫তম আসর শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে টি-২০ এর নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে সহ-অধিনায়ক কে হবেন সেটা অজানা ছিল। সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন।
অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে কাজ করবেন আফিফ। এক বিবৃতিতে গতরাতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে দলের এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফিফ হোসেন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশের মিডল-অর্ডারে অন্যতম ভরসার নাম ২২ বছর বয়সী আফিফ।
টি-টোয়েন্টিতে ১৯ দশমিক ৩৮ গড়ে ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৮ দশমিক ১০।
আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ।
গতকাল থেকে শুরু হয় এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
আরও পড়ুন: ক্যাপ্টেন সাকিবের ঝলক দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব