এশিয়া কাপের ১৫তম আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারে শ্রীলংকা। শ্রীলংকার পরের ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ। তবে পরের ম্যাচে বাংলাদেশকে আফগানিন্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ মনে করছে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।
টাইগারদের কাছে হারলে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লংকানদের।
এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় শ্রীলংকা। পুরো ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্যও দেখাতে পারেনি লংকানরা।
প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা। মাত্র ১০৫ রান করে অলআউট হয় শ্রীলংকা। ১০৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে আফগানিস্তান। বোলারদের দারুণ নৈপুন্যের পর আফগান ব্যাটাররা মারমুখী মেজাজে দ্রুতই ম্যাচ শেষ করেন।
আফগানিস্তানের কাছে হারের জন্য দলের ব্যাটারদের দায়ী করছেন শানাকা। তার মতে, ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি।
গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ নিয়েলংকার অধিনায়ক শানাকা বলেন, আফগানিস্তানের বোলিং বিশ্বমানের।
বাংলাদেশ দলের মধ্যে মুস্তাফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি আফগানিন্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ হবে বাংলাদেশ
তাছাড়া বাংলাদেশের বিপক্ষে পুর্বে খেলার অভিজ্ঞতাও পরের ম্যাচে কাজে লাগবে বলে জানান শানাকা। তিনি বলেন, আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি।
আমরা জানি, তারা কি পরিকল্পনা করছে। পরের ম্যাচের জন্য তাদের পরিকল্পনা জানা থাকায়, কাজটা অনেক সহজ হবে।
তিনি আরও বলেন, আমরা তাদের খেলোয়াড়দের ভালো করে চিনি। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে আমাদের।
আগামী পহেলা সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলংকা।
আরও পড়ুন: এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন আফিফ