২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র ও জাপান

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র ও জাপান

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর দমন নিপীড়নের পাঁচ বছর পূর্তিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

এদিকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, তার দেশ জাপানও রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে। ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে এবং কয়েক মাসের মধ্যে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

বর্তমানে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে অবস্থান করছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়। কিন্তু বর্তমানে এই বিপুল পরিমাণ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য বোঝা হিসেবে পরিগণিত হয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আন্তর্জাতিক সম্মিলিত মানবিক সহায়তার অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে আমরা বাংলাদেশসহ ওই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করছি। যাতে তারা যুক্তরাষ্ট্রে তাদের জীবনকে নতুনভাবে গড়তে পারে।

তবে কবে থেকে এই পুনর্বাসন শুরু এবং কী পরিমাণ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হবে, সে বিষয়ে পরিষ্কার করেননি তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের চুক্তি হলেও তা এখনও কার্যকর করা হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে নির্মম নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় ৪ লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে সব মিলিয়ে প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪.কম

আরও পড়ুন: দ্রুত প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : পরারষ্ট্রমন্ত্রী

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments