ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাজিদ উল কবির নামে এক ভুয়া ছাত্রকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সে তিন বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে।
২৪ আগস্ট (বুধবার) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইনকোর্স পরীক্ষায় রোল নম্বর সন্দেহজনক মনে হলে তাকে চিহ্নিত করা হয়।
পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্য অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সাজিদ উল কবির ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা দেয় কিন্তু সে অকৃতকার্য হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সাজিদ উল কবির নামে এক ভুয়া ছাত্র চিহ্নিত করা হয়। তার স্বীকারোক্তিতে থানায় দেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর এর গ্যালারির সময়সূচি পরিবর্তন