২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যক্যারিয়ারগুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা

গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা

গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা যা বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তা নিম্নে উল্লেখ করা হলো:

নাটক :

১. কবর – মুনীর চৌধুরী

২. বিবাহ – মমতাজ উদ্দিন আহমেদ

উপন্যাস :

১. আরেক ফাল্গুন – জহির রায়হান

২. আর্তনাদ – শওকত ওসমান

৩. নিরন্তর ঘন্টাধ্বনি -সেলিনা হোসেন

৪. যাপিত জীবন – সেলিনা হোসেন

চলচ্চিত্র :

১. জীবন থেকে নেয়া – জহির রায়হান

২. Let there be light – জহির রায়হান

কবিতা :

১. কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি – মাহবুব উল আলম চৌধুরী

২. স্মৃতিস্তম্ভ – আলাউদ্দিন আল আজাদ

গল্প :

১. একুশের গল্প- জহির রায়হান

২. বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা -শামসুর রহমান

৩. সূর্যগ্রহণ – জহির রায়হান

৪ . মৌন – শওকত ওসমান

সম্পাদিত গ্রন্থ :

১. একুশে ফেব্রুয়ারি – হাসান হাফিজুর রহমান

২. একুশের দলিল- এম আর মুকুল

গান :

১ . ভুলবনা ভুলবনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা – ভাষা সৈনিক গাজিউল হক

২. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – আব্দুল গাফফার চৌধুরী

৩. সালাম সালাম হাজার সালাম – ফজল এ খোদা

৪. ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় – আব্দুল লতিফ

উপর্যুক্ত গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক রচনাগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে বিধায় প্রতিনিয়ত চর্চার মধ্যে রেখে এগুলো আয়ত্তে রাখলে বিভিন্ন চাকরির পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments