২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশঢাকাভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ ঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ ঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় ৫০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

১২ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় একটি টিনশেডের কলোনিতে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরইমধ্যে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐ কলোনির ৫০টি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: এবার ব্রয়লারের ডাবল সেঞ্চুরি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments