নেত্রকোণায় গ্রামীণ ফোনের টাওয়ারে উঠে আটকে যাওয়া মোহাম্মদ নামে এক কিশোরকে চারঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা বুধবার বেলা ১২টার দিকে ওই কিশোরকে উদ্ধার করে।
উদ্ধারকৃত কিশোর মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। মোহাম্মদ নেত্রকোণা শহরের সাতপাই বড় স্টেশন এলাকায় মাদ্রাসাতুল আরকান নামে একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মাদ্রাসা ছাত্র মোহাম্মদ বুধবার সকাল ৮টার দিকে বড় স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের একটি উঁচু টাওয়ারে উঠে। এরপর নামতে না পেরে আটকে যায়। এ দৃশ্য দেখার পর সেখানে মানুষজন ভিড় করে। খবর পেয়ে সেখানে সদর উপজেলার ইউএনও মাহমুদা বেগম, নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, দমকল বাহিনীসহ আরও অনেকে আসেন।
দীর্ঘ ৪ ঘণ্টা পর দমকল কর্মীরা টাওয়ারে উঠে আটকে যাওয়া শিশুকে ৪ ঘণ্টা পর উদ্ধার করেন।