জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক ম্যাচে হারছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ হারের পর এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে ওয়ানডে সিরিজও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি থেকে এবার আরও একটি দুঃসংবাদ পেল টাইগার শিবির। জরিমানার কবলে পড়েছেন তামিম ইকবালরা।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলো বাংলাদেশ। ম্যাচটি ৫ উইকেটে হারে তারা। ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বোলিংয়ে বেশি সময় নেয়ায় জরিমানার কবলে পড়ে বাংলাদেশ। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।
আইসিসির নিয়ম অনুযায়ী ধীর গতির ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আরও পড়ুন: জিহাদিদের হামলায় ১৭ সৈন্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত