২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশএশিয়াঅগ্নিকান্ডে ১৩ জন নিহত

অগ্নিকান্ডে ১৩ জন নিহত

থাইল্যান্ডের একটি নাইটক্লাবে অগ্নিকান্ডে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। একজন উদ্ধারকারী কর্মকর্তা এ কথা জানান।

নাম প্রকাশ না করার শর্তে সাওয়াং রোজানাথম্মাসথান রেসকিউ ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ব্যাংককের দক্ষিণে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে চোনবুরি প্রদেশের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে (বৃহস্পতিবার ১৮০০ জিএমটি) গতরাত ১:০০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রেসকিউ সার্ভিসের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ক্লাবের বিনোদনকারীরা মরিয়া হয়ে চিৎকার করে ক্লাব থেকে পালানোর চেষ্টা করছে, তাদের জামাকাপড় পুড়ে গেছে, তাদের পেছনে আগুন জ্বলছে।

উদ্ধারকারী সংস্থাটি বলেছে, ক্লাবের দেয়ালে মিউজিক্যাল সরঞ্জামের দাহ্য ফোম আগুনের বিস্তার ত্বরান্বিত করেছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

সংস্থা জানায়, অগ্নিকান্ডে ১৩ জন নিহত হয়। মৃতদের মধ্যে চারজন মহিলা এবং নয়জন পুরুষ, বেশিরভাগই ক্লাবের প্রবেশ পথে এবং বাথরুমে পাওয়া গেছে, তাদের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে। নিহতরা সবাই থাই নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments