২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়কবরস্থান থেকে কঙ্কাল চুরি

কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পীরগঞ্জ উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থানে নানি শাশুড়িকে দাফন করতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি উনার দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন শেষ করে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। প্রথমে আমি ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা এলে আমরা সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, টাউজারসহ অন্যান্য কাপড়-চোপড় পড়ে আছে। আর অনেকগুলো কবরের বেড়া ভাঙা। পরে আরও লোকজন সমবেত হলে গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।

কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভেতরে প্রবেশ করেছিলেন এগুলো তাদের কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন। আর প্রায় ১৯-২০টি কবরের বেড়া ভাঙা। আর ভেতরে লাশের কঙ্কাল নেই। কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে তিনি কবরস্থানে গেছেন।

আরও পড়ুন: পরকীয়া প্রেমিকের বিশেষ অঙ্গে ছুরি চালালেন নারী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments