২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমসব খবরডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪০ জন ভর্তি হয়েছে। তবে ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ২০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১২ জন এবং অন্যান্য বিভাগে ৬৪ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ২০৬ জন, এর মধ্যে ঢাকায় ভর্তি ১ হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৩২৯ জন।

এদিকে এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৯২৩ জন, এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৬৬২ জন এবং ঢাকার বাইরে ২৬১ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

আরও পড়ুন: বাস নদীতে পড়ে ২৪ জনের প্রাণহানি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments