সম্প্রতি অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট। এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য বস্ত্রবিহীন এই ফটোশুট করে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন তিনি।
এবার সেই নগ্ন ফটোশুট প্রকাশ করায় আইনি ঝামেলায় পড়েছেন ‘সিম্বা’খ্যাত সেই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়।
অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘নারীদের ভাবাবেগে আঘাত’ করার অভিযোগ আনা হয়েছে। এই মামলার বিষয়ে যদিও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।
সম্প্রতি অভিনেতা রণবীর সিং ‘পেপার ম্যাগাজিন’র জন্য ফটোশুটে অংশ নেন। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে।
তার ভাষ্য, শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু আসে যায় না। তবে অনেকে অস্বস্তিতে পড়বেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে । অনেকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ রণবীরের সিংয়ের নগ্নতা নিয়ে ঠাট্টা করতেও পিছপা হচ্ছেন না।
এদিকে পেপার ম্যাগাজিনের সূত্রের খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স