২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশদোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের বৈঠক

দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের বৈঠক

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা ও বৈদেশিক মজুদ ছাড়ের বিষয়ে  বৈঠকে আলোচনা চলছে।

মার্কিন পররাষ্ট্রদপ্তর শুক্রবার এ কথা জানায়।

এর আগে কয়েকমাস বিরতির পর মার্চে উভয়পক্ষ আলোচনায় বসেছিল।

আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রে মজুদ রয়েছে। তালেবান এ অর্থ ছাড়ের চেষ্টা চালিয়ে আসছে। দেশটিতে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র এ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছে।

এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধ ও বৃহস্পতিবারের আলোচনায় ত্রাণ সহায়তা হিসেবে পূর্বের অঙ্গীকৃত সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।

আফগানিস্তানে গত সপ্তাহে ভয়াবহ  ভূমিকম্পে এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায়। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। তালেবান জরুরি ভিত্তিতে বিশ্ব সহায়তার অনুরোধ জানায়।

আফগানিস্তানে বিশেষ মার্কিন প্রতিনিধি থমাস ওয়েস্টের নেতৃত্বে বৈঠকে যুক্তরাষ্ট্র ভূকিমম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

এছাড়া দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের বৈঠকে মার্কিন প্রতিনিধি নারী অধিকারের বিষয়ে চাপ দেন যা উভয়পক্ষের আলোচনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তালবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয়ার পর গত মার্চে উভয়পক্ষের আলোচনা বাতিল হয়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ২০ বছরের সামরিক সহায়তা প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতা দখল করে।

এর পর পরই যুক্তরাষ্ট্র সাতশ কোটি ডলার বৈদেশিক রিজার্ভ জব্দ করে। আফগানিস্তানে বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবানকে এখনও সন্ত্রাসী গ্রুপ হিসেবেই বিবেচনা করে।

আরও পড়ুন: ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ৫ জন নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments