আজ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এর জন্মদিন। বিশেষ দিনটিতে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ১৯৮৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেন। নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
দুই বাংলার দর্শকরা ডুব সাঁতার এর রেণুকা, গেরিলা’র বিলকিস বানু কিংবা দেবী’র রানু হিসেবে তাকে চেনেন । আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিনেন।
সাফল্যের স্বীকৃতিস্বরূপ জয়া দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হন।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম উদ্বোধন