মাগুরা জেলার শালিখা উপজেলায় বড় আমানিয়ান গ্রামে দুটি কালো রংয়ের ষাঁড় লালন পালন করেছেন খামারি মোহন কুমার মণ্ডল। ষাঁড় দুটির নাম রেখেছেন বিগ বস এবং রাজা বাবু। এবারের কোরবানির ঈদে ষাঁড়ের মালিক হাটে নিয়ে আসছে এই ষাঁড় দুটিকে।
বিগ বসের ওজন প্রায় ৩২ মণ এবং উচ্চতা সাড়ে ৬ ফুট। আর রাজা বাবুর ওজন প্রায় ২৫ মণ এবং ৫ ফুট লম্বা। ষাঁড় দুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।
খামারি মোহন কুমার কালো রংয়ের ষাঁড় দুটি তিন বছর ধরে লালন-পালন করছেন। ওদের প্রাকৃতিক খাবার খাওয়ান। বিগ বস থাকে বিগ বসের মতই। রেগে গেল সব ভেঙে চুরমার করে। আর রাজা বাবু রাজকীয় ভাব নিয়ে থাকে তবে একটু সুযোগ পেলেই ছোটাছুটি করে।
বিগ বসের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে- খেসারি, গমের ভূসি, ছোলা, ভুট্টা ও খড়।
এবারের কোরবানির ঈদে খামারি মোহন কুমার মণ্ডল হাটে নিয়ে আসছে এই ষাঁড় দুটিকে। তিনি ১৫ লাখ টাকা দাম চাচ্ছেন ষাঁড় দুটির। দামে পোষালে বেচে দেবেন।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এর জন্মদিন আজ