১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশমালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে  দুই হাজার তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৬ হাজার ৬৪৪ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, করোনা সংক্রমণে আরো একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৬ জনে।

মন্ত্রণালয় বলছে, আরো এক হাজার ৮৬১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ৭৬৭ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে ৩১ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৫ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২ এর লোগো ব্যবহারে কাতারের হুশিয়ারি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments