সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে ।
উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন।
মে মাসের ২৭ তারিখে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় মোট প্রার্থী ছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। ৪৪তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৭১০ জনকে নিয়োগ দেবে সরকার।
আরও পড়ুন: ঈদুল আজহার পর এসএসসি পরীক্ষা