সিলেটে প্রায় আড়াই হাজার বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ালো শিল্পী সমিতি। বন্যায় আক্রান্ত মানুষের কাছে গিয়ে নিজ হাতে নগদ টাকা ও শুকনো খাবার দিয়েছেন শিল্পী সমিতির রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিন।
সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি অঞ্চলে গিয়ে তারা ত্রাণ বিতরণ করেছেন।
সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন বলেন, সিলেটে আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনা খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি।
তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বিপদে মানুষের পাশে থাকার সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।’
রিয়াজ বলেন, শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা এসেছি। আশা করবো এই দুর্যোগে সমগ্র দেশের মানুষ সিলেটবাসির পাশে থাকবে।
নিপুণ বলেন, আমরা সিলেটে বন্যার্ত পরিবারের পাশে আছি। এখানে যারা পানিতে আটকা তাদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আমরা সেগুলো দিচ্ছি। সবাই আমাদের মতো সিলেটবাসির পাশে থাকুন।
এর আগে অনন্ত জলিল, শাকিব খান, ডিপজল সহ অনেকে বানভাসি মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: আগামী ২৪ ঘন্টায় ৬ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে