আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ২৮০ জন নিহত হয়েছে এবং অসংখ্য লোক আহত হয়েছে। পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ভূমিধসও হয়েছে। ধসে গেছে অসংখ্য বাড়িঘর।
আহতদের উদ্ধারে উদ্ধারকারী দলের ব্যাপক তৎপরতা চলছে। খবর বিবিসি’র।
প্রত্যন্ত এলাকা থেকে আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হচ্ছে।
সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছে ৬শ’রও বেশি লোক।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ ও এর গভীরতা ছিল ৫১ কিলোমিটার।
আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইট করে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গত রাতে পাকতিকা প্রদেশের চার জেলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। কয়েকশ’ মানুষ হতাহত হয়েছেন। বহু বাড়িঘর ধ্বংস হয়েছে।’
এদিকে তালেবান কর্মকর্তরা ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
স্থানীয় একজন ডাক্তার বিবিসি’কে জানিয়েছেন, পাকতিকার গায়ান ও বার্মাল জেলায় বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫শ’ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।
কেন্দ্রটি জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী কার্যালয় বলছে, আফগানিস্তানে ভূমিকম্পে গত ১০ বছরে সাত হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। প্রতি বছর গড়ে প্রাণ হারিয়েছে ৫৬০ জন।
আরও পড়ুন: ময়মনসিংহ হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন