১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশঢাকাবাসর ঘর থেকে নববধূ উধাও

বাসর ঘর থেকে নববধূ উধাও

বিয়ের প্রথম দিন রাতে বাসর ঘর থেকে নববধূ উধাও। নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুরে এক নববধূ  টয়লেটে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।

নববধূর নাম  জুলেখা বেগম (২২)। তিনি ওই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার বন্দর থানায় নববধূর স্বামী ইব্রাহিম মিয়া সাধারণ ডায়েরি করেছেন।

এতে বলা হয়, শনিবার ভোর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হয়ে ওই নববধূ (জুলেখা বেগম)  নিখোঁজ হন। অনেক স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে আরও বলা হয়, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার একরামপুর এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে জুলেখা বেগমকে বিয়ে করেন। এরপর স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসর ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ নিখোঁজের জিডি পেয়ে নববধূকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরও পড়ুন: বন্যার ক্ষতি পোষাতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে : কৃষিমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments