মালিতে রোববার মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।
জাতিসংঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান।
তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান।
বিভিন্ন হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছে।
বিদ্রোহীরা সাধারণত মালির সেনাবাহিনী ও এমআইএনইউএসএমএ’র সদস্যদের বিরুদ্ধে উন্নত বিস্ফোরক ডিভাইস(আইইডি) ব্যবহার করে থাকে। এছাড়াও এসব বিদ্রোহীরা নিয়মিতই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।
দেশটিতে ২০২০ সালের আগস্টে এবং ২০২১ সালের মে মাসে সেনাঅভ্যুত্থান ঘটে। এখানে বর্তমানে সেনাশাসন চলছে।
আরও পড়ুন: বাবা দিবস : একজন সন্তানের অনুভূতি