২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি এনামুল হক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি এনামুল হক গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান।

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে বোমামৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এদিকে, ডিএমপি'র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো, মেহেদী হাসান আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান,  প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক  আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, এখন সে র‌্যাবের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: এবার ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাও বন্যায় প্লাবিত

বিদ্যুৎহীন সিলেট ও সুনামগঞ্জ, অন্ধকারে বানভাসি মানুষ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments