সিলেট, সুনামগঞ্জসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতির কারণে সারাদেশে একযোগে ১৯ জুন ২০২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ (১৭ জুন) বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত সারাদেশের সকল কেন্দ্র সচিবকে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
আরও পড়ুন:
তৃতীয় ধাপে উত্তীর্ণদের কাগজপত্র জমা দিতে হবে ২৯ জুনের মধ্যে
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের ফল প্রকাশ
নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়স নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড