১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশখুলনাছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা

ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের সাথে অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নয়ন তারা (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

আজ দুপুরে নিহত নয়ন তারার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী উপজেলার মনোহরপুর এলাকার কৃষক মতিন শেখের স্ত্রী।

জানা গেছে, গত কয়েকদিন যাবত ছেলে লালন ও পুত্রবধূর সাথে পারিবারিক ঝগড়া চলছিল নিহত নয়ন তারার। এ অভিমান থেকেই বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজবাড়ি থেকে বের হন। তারপর দুপুরের দিকে কুমারখালীর কালুমোড় এলাকায় চলন্ত ট্রেনের সামনে রেললাইনে শুয়ে পড়েন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান ।

নয়ন তারার ভাই আব্দুর রাজ্জাক বলেন, ছেলের এবং পুত্রবধূর সাথে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। এ থেকেই হয়তো অভিমান করে আত্মহত্যা করেছেন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজেল আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঐ নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:
খাদ্যপণ্য রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ না করার অনুরোধ বাংলাদেশের
কৃষিখাতের আধুনিকায়নে এফএও বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী
ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করা হবে: কৃষিমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments