১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাক্রিকেটএকাই অনুশীলন করলেন সাকিব আল হাসান

একাই অনুশীলন করলেন সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দলে যোগ দিয়ে একাই অনুশীলন করলেন তিনি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে যখন তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে দলের সতীর্থরা ব্যস্ত তখন মাঠের সীমানার পাশেই ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝড়িয়েছেন সাকিব। একাই স্কিল অনুশীলন শেষে নেটে ব্যাটিং অনুশীলন করলেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ দল যে মাঠে খেলছে, সেই মাঠের সীমানা ঘেষে ফিটনেস ট্রেনিং করছেন সাকিব। মাটিতে বল ছুঁড়ে, দৌঁড়-ঝাঁপ করে, বুক ডাউন দিয়ে, পুরো মাঠ রানিং করেন তিনি।

স্কিল ট্রেনিং শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। নেটে থ্রো ডাউন ও নেট স্পিনারদের  বিপক্ষে  ব্যাটিং করেছেন সাকিব।

মোমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তৃতীয়বারের মত দায়িত্ব পান সাকিব। আগামী ১৬ জুন থেকে ওযেস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে আবারও পথচলা শুরু করবেন সাকিব। আগের দু’বারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করেছিলেন সাকিব।

এর আগে ১৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। তার অধীনে ৩টি জয় ও ১১টি হার ছিলো বাংলাদেশের।

তিনদিনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ওপেনার তামিম ইকবাল অপরাজিত ১৬২ রান করেন। ২৮৭ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তামিম। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৫৪ রান করেন।

ফলে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। তবে ব্যাট হাতে ব্যর্থ হন মোমিনুল হক। প্রথম ইনিংসে শুন্য হাতে ফিরেন তিনি। ওপেনার মাহমুদুল হাসান জয়ও শুন্য হাতে বিদায় নেন। আর লিটন দাস করেন ৪ রান।

অপরদিকে ৮ উইকেটে ৩৫৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। প্রথম ইনিংস থেকে ৪৯ রানের লিড পায় স্বাগতিকরা।

ব্যাটারদের পরীক্ষা শেষে প্রথম ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট নেন বাংলাদেশের দুই ওপেনার এবাদত ও মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিনই ৩ উইকেট নিয়েছিলেন এবাদত। তবে তৃতীয় দিন মাঠে নামেন ফিজ। দ্বিতীয় দিন দলের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সাথে ডিউক বল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন মুস্তাফিজ। সেই ক্লাস কতটুকু কাজে দিয়েছে, সেটি বুঝতে তৃতীয় দিন মাঠে নেমেই চমক দেখান ফিজ। প্রথম ওভারেই ২ উইকেট নেন মুস্তাফিজ। পরে আরও ১টি উইকেট নেন তিনি।

প্রতিপক্ষের ব্যাটিং শেষে দ্বিতীয় ইনিংসে ২০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। ওপেনার হিসেবে এবার নেমে ৪ রানের বেশি করতে পারেননি সদ্যই টেস্টে সাবেক অধিনায়ক হওয়া মোমিনুল। তবে  মেহেদি হাসান মিরাজ ৩২ ও মাহমুদুল হাসান জয় ৯ রানে অপরাজিত থাকেন। ১ উইকেটে ৪৭ রান তুলে বাংলাদেশ। এতে নিষ্প্রান ড্র হয় ম্যাচটি।

আরও পড়ুন:
প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশ দল
খাদ্যপণ্য রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ না করার অনুরোধ বাংলাদেশের
নির্বাচনকালীন সরকার ইসিকে সহযোগিতা করবে বলে আশা সিইসি’র
জায়েদ খান আম্মুকে বিরক্ত করেন, বললেন মৌসুমীর ছেলে ফারদিন
সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে এ বছরই
কৃষিখাতের আধুনিকায়নে এফএও বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী
নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়স নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৫ জুন
ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করা হবে: কৃষিমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments