এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ সিলেবাস ও প্রশ্নের নম্বর বণ্টন জানানো হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখসহ একটি রুটিন ও সংশ্লিষ্ট অন্যান্য অন্যান্য তারিখ সম্পর্কে জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২০২২ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ, প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, সিলেবাস, পরীক্ষার সময়, প্রশ্নের নম্বর বণ্টনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে জানানো হয়েছে।
- পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ (রেজিস্ট্রেশনধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করতে পারবে): ০৮/০৬/২০২২
- প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ: ১৪/০৭/২০২২
- পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ: ২২/০৮/২০২২
- যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে: বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়- ৩টি এবং ঐচ্ছিক বিষয়- ১টি।
- সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- সিলেবাস: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বন্যাসকৃত পাঠসূচি
- পরীক্ষার সময়: ২ ঘণ্টা ( MCQ / নৈর্বক্তিক ২০ মিনিট এবং CQ / রচনামূলক ০১ ঘণ্টা ৪০ মিনিট )
- প্রশ্নের নম্বর বণ্টন:
- ব্যবহারিক সম্বলিত বিষয় ( CQ – ৩০ + MCQ – ১৫ ) = ৪৫ নম্বর
- ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয় ( CQ – ৪০ + MCQ – ১৫ ) = ৫৫ নম্বর
- বাংলা ২য় পত্র ৫০ নম্বর
- ইংরেজি ১ম পত্র ৫০ নম্বর
- ইংরেজি ২য় পত্র ৫০ নম্বর
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা ২০২২ : কত নম্বর পেলে কোন গ্রেড?
বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ