উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২২ আগামী ২২ আগস্ট ২০২২ তারিখ হতে শুরু হবে এবং কত নম্বর পেলে কোন গ্রেড তা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে কারণ সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে।
এবারের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পরীক্ষা হবে দুই ঘন্টার, কোন বিষয়ে তিন ঘন্টার পরীক্ষা হবেনা। শিক্ষার্থীরা বহুনির্বাচনী প্রশ্নের জন্য সময় পাবে ২০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য সময় পাবে এক ঘন্টা ৪০ মিনিট।
কোন বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের নেয়া হবে না, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা আয়োজন করা হবে ব্যবহারিক বিষয়ে ৪৫ নম্বর এবং ব্যবহারিক বাদে অন্য সকল বিষয়ে ৫৫ নম্বর।
সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে ব্যবস্থা নিবে। এ বিষয়ে সকল শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২০২২ এ যেহেতু নতুন মানবন্টন দেওয়া হয়েছে সেহেতু কোন বিষয়ে কত নাম্বার পেলে কোন গ্রেড তা অনেক শিক্ষার্থীর কাছে অজানা। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে তা উল্লেখ করা হল-
যে সকল বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা হবে তা হলো:
রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি।
৪৫ নম্বরের ভিতরে কত নম্বরে A+ | A | A- | B | C | D | F | |||
মার্ক | গ্রেড | পয়েন্ট | |
o ৪৫ এর ভিতর | ৩৬ | A+ | ৫.০০ |
o ৪৫ এর ভিতর | ৩১.৫ | A | ৪.০০ |
o ৪৫ এর ভিতর | ২৭ | A- | ৩.৫০ |
o ৪৫ এর ভিতর | ২২.৫ | B | ৩.০০ |
o ৪৫ এর ভিতর | ১৮ | C | ২.০০ |
o ৪৫ এর ভিতর | ১৫ | D | ১.০০ |
যে সকল বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে তা হলো:
- বাংলা প্রথম পত্র
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
- ফিন্যান্স ব্যাংকিং ও বীমা
- পৌরনীতি ও নাগরিকতা
- অর্থনীতি
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- যুক্তিবিদ্যা
- সমাজ বিজ্ঞান
- সমাজকর্ম
- ইসলাম শিক্ষা
৫৫ নম্বরের ভিতরে কত নম্বরে A+ | A | A- | B | C | D | F | |||
মার্ক | গ্রেড | পয়েন্ট | |
o ৫৫ এর ভিতর | ৪৪ | A+ | ৫.০০ |
o ৫৫ এর ভিতর | ৩৮.৫ | A | ৪.০০ |
o ৫৫ এর ভিতর | ৩৩ | A- | ৩.৫০ |
o ৫৫ এর ভিতর | ২৭.৫ | B | ৩.০০ |
o ৫৫ এর ভিতর | ২২ | C | ২.০০ |
o ৫৫ এর ভিতর | ১৯ | D | ১.০০ |
যে সকল বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে তা হল:
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
৫০ নম্বরের ভিতরে কত নম্বরে A+ | A | A- | B | C | D | F | |||
মার্ক | গ্রেড | পয়েন্ট | |
o ৫০ এর ভিতর | ৪০ | A+ | ৫.০০ |
o ৫০ এর ভিতর | ৩৫ | A | ৪.০০ |
o ৫০ এর ভিতর | ৩০ | A- | ৩.৫০ |
o ৫০ এর ভিতর | ২৫ | B | ৩.০০ |
o ৫০ এর ভিতর | ২০ | C | ২.০০ |
o ৫০ এর ভিতর | ১৭ | D | ১.০০ |
এইচএসসি ২০২২ পরীক্ষার রুটিন
এইচএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন প্রকাশিত হয়েছে যেখানে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২০২২ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ, প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, সিলেবাস, পরীক্ষার সময়, প্রশ্নের নম্বর বণ্টনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে জানানো হয়েছে।
পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ: ০৮/০৬/২০২২
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ: ১৪/০৭/২০২২
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ: ২২/০৮/২০২২
আরও পড়ুন: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা পিডিএফ সহ