ময়মনসিংহে র্যাবের সাথে গোলাগুলির পর অস্ত্রসহ চার জঙ্গি আটকের খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান, ময়মনসিংহে জঙ্গিদের অবস্থানের গোপন খবরে র্যাব-১৪ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি চালায়, র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি ইমরান খান বলেন, তাৎক্ষণিকভাবে আটককৃত চারজনের পরিচয় জানা যায়নি। সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন :
- ময়মনসিংহে ৩২৬৩ কোটি টাকা ব্যয়ে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন
- টি২০ বিশ্বকাপ ২০২১ এর ফিক্সচার